মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে গোপালগঞ্জে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জেলা মৎস্য অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি” এ প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার সকালে হেলিপ্যাড সংলগ্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে এ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. রুহুল আমিন, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী, প্রকল্প পরিচালক এস এম আশিকুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস উপস্থিত ছিলেন। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত এ মৎস্য সপ্তাহ পালন করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন