ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার পটুয়াখালী সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, পটুয়াখালীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জানুয়ারি থেকে আগষ্ট পর্যন্ত ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আজ পর্যন্ত দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি হয়েছেন। এছাড়াও বিভিন্ন সময়ে আক্রান্ত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, চলতি বর্ষা মৌসুমে মশার প্রজনন বেড়েছে। চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এবং মশার প্রজননক্ষেত্র ধ্বংস করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন