নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে রক্তদাতাদের সংগঠন 'রক্তিম ব্লাড ডোনারস কমিউনিটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন স্কুল অ্যান্ড কলেজে এ কার্যক্রম সম্পন্ন হয়।
জানা যায়, সংগঠনটির স্বেচ্ছাসেবকদের মাধ্যমে গত এক বছরে ৫০০ জনেরও বেশি মানুষকে রক্তদান করা হয়েছে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নবী হোসেন বলেন, করোনাকালেও সংগঠনটির স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ৫০০ জনেরও বেশি মানুষকে রক্তদান করা হয়েছে। নিঃসন্দেহে তারা প্রশংসার দাবিদার। আমি মনে করি সংগঠনের স্বেচ্ছাসেবকরা একতাবদ্ধ থাকায় এটি সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর ইসলাম। সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মুবিনুর রহমান, আবদুর রাজ্জাক খান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল মতিন, বিআরটিসির ম্যানেজার (অপারেশন) শহীদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হোসেন ও আবু সালেহ মোহাম্মদ মাসুদ রিয়াদ।
এছাড়াও উপস্থিত ছিলেন রক্তিম ব্লাড ডোনারস'র সকল স্বেচ্ছাসেবীরা।
বিডি প্রতিদিন/আরাফাত