বাসের মধ্যে চেতনানাশক খাইয়ে ২ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। শনিবার বিকাল ৪টার দিকে বৃত্তিপাড়া থেকে ঝিনাইদহে আসার পথে খুলনাগামী একটি বাসের মধ্যে ঘটনাটি ঘটে। বর্তমানে লোকটি ঝিনাইদহে চিকিৎসাধীন রয়েছেন।
স্বজনদের অভিযোগ, ঝিনাইদহ সদর উপজেলার ধুপাবিলা গ্রামের পল্লী চিকিৎসক ইসমাইল হোসেন (৬৫) শনিবার সকালে গরু কেনার উদ্দেশ্যে কুষ্টিয়ার বালিয়া পাড়া হাটে যায়। গরুর দাম সুবিধা মত না পেয়ে বেলা তিনটার দিকে হাট থেকে বাড়ির দিকে রওয়ানা হয়। বৃত্তিপাড়া বাসস্ট্যান্ড থেকে ঝিনাইদহে আসার উদ্দ্যেশে খুলনাগামী একটি বাসে উঠে। বাসে কোন সিট খালি না থাকায় লোকটি প্রথমে দাঁড়িয়ে ছিল। তারপর দুজন প্রতারক তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং তাদের পাশে বসার সুযোগ করে দেয়। আলাপচারিতার এক পর্যায়ে ইসমাইল হোসেন জ্ঞান হারিয়ে ফেলেন। তখন তার কোমরে থাকা ২ লাখ ৬০ হাজার টাকার ব্যাগটি নিয়ে প্রতাকর চক্রটি সটকে পড়ে।
পরে ঝিনাইদহে পৌঁছালে অজ্ঞান অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ শহরের ক্লিনিকে ভর্তি করা হয়। দীর্ঘ ১২ ঘণ্টা চিকিৎসার পর লোকটির জ্ঞান ফিরেছে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় অজ্ঞাত প্রতারক চক্রদের বিরুদ্ধে একটি মামলার প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার