ময়মনসিংহে ডাকাতি করতে এসে র্যাবের হাতে আটক নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ-জেএমবির চার সদস্যের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার সন্ধ্যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আব্দুল হাই এ আদেশ দেন।
আদালত পরিদর্শক প্রসুন কান্তি দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, ১০ দিন করে রিমান্ড আবেদন করে আটকৃতদের আদালতে তোলা হয়। বিচারক জেএমবির চার সদস্যর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন-ময়মনসিংহের জুলহাস উদ্দিন কাদেরী ওরফে মেহেদী (৩৪), মো. আলাল ওরফে ইসহাক (৪৮), ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ রোবায়েদ আলম এবং রংপুরের মো. আবু আইয়ুব ওরফে খালিদ (৩৬)।
গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে শনিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে র্যাব-১৪ এর একটি দল ময়মনসিংহ শহরের খাগডহর এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতি করতে আসা লোকেরা গুলি ছুড়লে র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। গুলিবিনিময়ের পর ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পরে জানা যায় তারা জেএমবির সদস্য।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন