পটুয়াখালীর গলাচিপায় গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- বিল্লাল হাওলাদার (৩৬) ও আলম হাওলাদার (৪০)। মঙ্গলবার রাতে পৌরসভার লঞ্চঘাট থেকে বিল্লালকে ও শ্যামলীবাগ থেকে আলমকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে পৌরসভার লঞ্চটার্মিনাল ঘাটের উত্তর পাশে পল্টুনের উপর থেকে ৩৫ গ্রাম গাঁজাসহ বিল্লালকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী আলম দৌড়ে পালিয়ে গেলে পরে তাকে শ্যামলীবাগ থেকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।
গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, বুধবার মাদক মামলার আসামি বিল্লাল হাওলাদার ও আলম হাওলাদারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ