মানিকগঞ্জের সিংগাইরে প্রাইভেটকারের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার বিকাল সোয়া ৪টার দিকে হেমায়েত-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিংগাইর উপজেলার জাইগির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন সদর উপজেলার পাথরাইর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মোসারফ মোটরসাইকেলযোগে মানিকগঞ্জে আসছিলেন। জাইগির এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্যা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ