দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় রাজস্ব কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ফুলবাড়ী ও পার্বতীপুরে পৃথক এই সড়ক দুর্ঘটনা ঘটেছে।
জেলার ফুলবাড়ীর ঢাকা মোড়ের রেলগেইট বাজার এলাকায় হিলি রাজস্ব অফিসের পরিদর্শক শাহাদৎ আলী (৪০) ও পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনির সামনের সড়কে সহিদুল ইসলাম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী ট্রাকের ধাক্কায় নিহত হন। হিলি রাজস্ব অফিসের পরিদর্শক শাহাদৎ আলীর বাড়ি ঠাকুরগাঁওয়ে। তিনি সৈয়দপুরে পরিবার নিয়ে বসবাস করতেন। অপরজন বদরগঞ্জের মহদিপুর গ্রামের সহিদুল ইসলাম।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় দিনাজপুরের হিলি স্থলবন্দর শুল্ক স্টেশন থেকে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে ফুলবাড়ী শহরের ঢাকা মোড় এলাকায় বিপরীতমুখী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে রাজস্ব কর্মকর্তা শাহাদৎ হোসেন নিহত হন। এসময় একই মোটরসাইকেলে থাকা আমিনুল ইসলাম (৫৫) নামের এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও সিপাহি হরিদাশ (৪০) আহত হন। আহতদের ফুলবাড়ী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে স্থানীয় লোকজন আটক করে। তারা চালককে পিটিয়ে পুলিশে সোপর্দ করে। তাকে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফুলবাড়ি থানার ওসি আশরাফুল ইসলাম জানান, পাথর বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পিষ্ট হয়ে রাজস্ব কর্মকর্তা শাহাদৎ হোসেন নিহত হন। এ ঘটনায় ট্রাক চালক রাজিউর রহমানকে আটক করা হয়েছে। একই সময় পার্বতীপুরে মধ্যপাড়া পাথরখনির সামনের সড়কে ট্রাকের ধাক্কায় সহিদুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
পার্বতীপুর থানার ওসি ইমাম জাফর জানান, রংপুরগামী ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সহিদুল ঘটনাস্থলেই নিহত হন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত