গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় বাড়ি থেকে নিখোঁজের তিন দিন পর রবিবার স্থানীয় একটি বিল থেকে অর্ধগলিত মানসিক প্রতিবন্ধী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিকাশ চন্দ্র দাস (২৮) মহানগরের ৪১নং ওয়ার্ডের পূবাইল ছিকলিয়া এলাকার বিবিষন চন্দ্র দাসের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার এস আই মো. রাশেদুল ও স্থানীয়রা জানান, বিকাশ চন্দ দাস গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বের হয়। এর পর থেকেই তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। রবিবার সকালে স্থানীয় জেলেরা বিলে মাছ ধরতে এসে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। পুলিশ জানায় লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া না গেলেও লাশের চেহারা বিকৃত ও শরীরের বিভিন্ন অংশ জলজ প্রাণী খেয়ে ফেলেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার