ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের মধু মন্ডলের ডাঙ্গী গ্রামের পবন সরকারের পুত্র অনিক সরকারের হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
এলাকাবাসীর আয়োজনে সোমবার দুপুরে সদরপুর-পুকুরিয়া প্রধান সড়কের থানার সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা অনিক সরকারের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। এসময় বক্তব্য রাখেন ভাষানচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোল্যা মোঃ মাইনদ্দীন, শেখ আব্দুল মান্নান, নিহত অনিকের বাবা পবন সরকার, মা আরতি সরকার ও রাকিবুল হাসান রিফাত প্রমুখ।
গত বৃহম্পাতবার রাতে সদরপুরের ভাষানচর ইউনিয়নের পবন সরকারের পুত্র অনিক সরকাকে মোবাইল ফোনে ডেকে এনে রাকিব তার সহযোগীদের নিয়ে হত্যা করে গফুর মাতুব্বরের ডাঙ্গীর চাঁন মিয়া মাষ্টারের জায়গার একটি ঝোঁপের মধ্যে লাশটি ফেলে রেখে যায়। এ ঘটনায় সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন