২২ সেপ্টেম্বর, ২০২১ ১৮:২০

শাজাহানপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

শাজাহানপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

বগুড়ার শাজাহানপুরে রাবেয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূ শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রাবেয়া বেগম উপজেলার জালশুকা বড়চান্দাই গ্রামের নবাব আলীর স্ত্রী। বুধবার দুপুরে মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

থানার এসআই আরিফুল ইসলাম জানান, রাবেয়া বেগমের স্বামী একজন কৃষক। দুই ছেলের মধ্যে বড়ছেলে বিবাহিত। ছোট ছেলে স্কুলে পড়ে। বুধবার সকালে বাবা-ছেলে মাঠে কাজ করতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে সকাল ১০টা থেকে ১১টার মধ্যে কোন এক সময় রাবেয়া বেগম নিজ শয়ন ঘরের তিরের সাথে রশি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এর আগেও নিজের চুল নিজে নিজেই বেশ কয়েকবার ছিড়ে ফেলেছেন রাবেয়া বেগম। রাবেয়া বেগম মানসিক ভাবে অসুস্থ ছিলেন। মানসিক অসুস্থতার কারণেই রাবেয়া বেগম আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার স্বজন ও প্রতিবেশীরা। 

শাজাহানপুর থানার ওসি (তদন্ত) নান্নু খান জানান, মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর