২৩ সেপ্টেম্বর, ২০২১ ১৮:০০
যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম-দুর্নীতি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়কসহ তিনজনের নামে দুদকের মামলা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়কসহ তিনজনের নামে দুদকের মামলা

বাজার দরের চেয়ে অধিক দামে মেডিকেল যন্ত্রপাতি ক্রয়ের অভিযোগে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক বর্তমানে অবসরপ্রাপ্ত ডা. মো: আবু হাসানুজ্জামানসহ (৬১) তিনজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছে। 

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার মামলা নং-১২ তারিখ ২৩-০৯-২০২১ ইং। মামলার বাদি দুর্নীতি দমন কমিশন ঢাকা প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো: সহিদুর রহমান। 

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন দুদক কুষ্টিয়ার উপ-পরিচালক মো: জাকারিয়া। মামলার অপর দুই আসামি হচ্ছেন নিমিউ এন্ড টিসি, মহাখালী ঢাকার অবসরপ্রাপ্ত সাবেক এ্যাসিস্টেন্ট রিপিয়ার কাম ট্রেনিং ইঞ্জিনিয়ার এ এইচ এম আব্দুল কুদ্দুস (৬১) এবং ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স প্যারাগন এন্টারপ্রাইজ কেশবপুর মোড়, রাজশাহীর প্রোপ্রাইটার মো: জাহেদুল ইসলাম। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিগণ পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে ২০১৮-২০১৯ অর্থ বছরে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিকেল যন্ত্রপাতি বাজার দরের চেয়ে অধিক দর দেখিয়ে ক্রয় করে সরকারি ১ কোটি ১০ লক্ষ ৩৫ হাজার ৯শ ৭০ টাকা আত্মসাত করেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর