২৪ সেপ্টেম্বর, ২০২১ ২১:৫৯

নালিতাবাড়ীতে ৪০০ তালবীজ রোপন

নালিতাবাড়ী প্রতিনিধি

নালিতাবাড়ীতে ৪০০ তালবীজ রোপন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সনাক, টিআইবির উদ্যোগে ৪০০ তালবীজ রোপন করা হয়েছে। শুক্রবার(২৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের বাইপাস সড়কে পরিবেশ বান্ধব ও বজ্রপাত প্রতিরোধে এই তালবীজ রোপন করেন সনাক, নালিয়াবাড়ী ইয়েস গ্রুপের সদস্যরা।

'বেশি করে তালগাছ লাগাই, বজ্রপাতে প্রাণহানি কমাই।' - এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত তালবীজ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সনাক, নালিতাবাড়ী সভাপতি সাদরুল আহসান মাসুম, টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সামিদুল হক, ইয়েস গ্রুপের দলনেতা অভিজিৎ সাহাসহ সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যবৃন্দ। 

এসময় সনাক সভাপতি সাদরুল আহসান মাসুম বলেন, বজ্রপাত প্রতিরোধে সনাকের উদ্যোগে আমরা ৪০০ তালবীজ রোপন করেছি। বজ্রপাতে প্রাণহানি কমাতে আমাদের সকলেরই উচিত বেশি করে তালবীজ লাগানো।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর