রাঙামাটির নানিয়ারচরে ট্রাক চাপায় ছলা প্রু মারমা (৩৭) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে নানিয়ারচর উপজেলার ক্যাংগালছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক চালক মো. সাইফুল ইসলাম ( ২৮) আটক করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি-খাগড়াছড়ি মাঝামাঝি ক্যাংগালছড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া তার সাথে থাকা অপরজন মারাত্মকভাবে আহত হয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ট্রাক চালককে আটক করে।
একই সাথে নিহত ও আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আহতের নাম পরিচয় জানা যায়নি। তবে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
রাঙামাটি নানিয়ারচর থানা অফিসার কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ছলা প্রু মারমার মরদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/আবু জাফর