ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় পার্টির নাম ও পদবী ব্যবহার করে বিদিশা ও কাজী মামুনের আগমনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় নবীনগর প্রেসক্লাবের সামনে উপজেলা জাতীয় যুব সংহতি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই মানববন্ধনের আয়োজন করেন।
উপজেলা যুব সংহতির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন বলেন, নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কাজী মামুন অবৈধভাবে জাতীয় পার্টি সম্পর্কিত বিভিন্ন বিলবোর্ড, পোস্টার লাগিয়ে বেড়াচ্ছে। কিন্তু কাজী মামুনকে দীর্ঘদিন আগেই দল থেকে বহিষ্কার করেছেন দলের চেয়ারম্যান জি.এম কাদের। অথচ কাজী মামুন নিজেকে জাতীয় পার্টির মহাসচিব পরিচয় দিয়ে বেড়ান।
অন্যদিকে, নবীনগর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এটিএম আবদুল্লাহ বলেন, নবীনগরে কাজী মামুন ও বিদিশার কোনো ঠাঁই হবে না। নবীনগরে জাতীয় পার্টিসহ এর অঙ্গসংগঠনের নেতারা তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে। তাছাড়া বিদিশা দলের প্রয়াত চেয়ারম্যানের নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করে আসছেন। যাতে দল ও দলের নেতাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
আজকের মানববন্ধনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মতিন সরকার, মনির হোসেন, জামাল, হারুন মিয়া, লাকি আক্তার, মায়া বেগমসহ উপজেলা জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, আজ শনিবার দুপুরে বিদিশা এরশাদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়িকান্দি গনি শাহ (রহ.) মাজার প্রাঙ্গণে ৫ শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় হুসাইন মুহাম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনূর রশিদের সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কাজী মো. মামুনূর রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে প্রত্যেক পরিবারকে নগদ ১ হাজার টাকা করে দেয়া হয়।
অনুষ্ঠানে নবীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও বিএলডিপি চেয়ারম্যান নাজিমউদ্দিন আল আজাদ, সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দীকি, জাতীয় গণতান্ত্রিক মানবিক পার্টির চেয়ারম্যান আক্তার হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর