কুমিল্লার লাকসামে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) পৌর শহরের আল আমিন ইনস্টিটিউটে বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন এতে মডারেটর ছিলেন।
'করোনাকালীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা সরকারের একটি যৌক্তিক সিদ্ধান্ত' এ বিষয়ের পক্ষে বিতর্ক করেন দশম শ্রেণির শিক্ষার্থী দল এবং বিপক্ষে বিতর্ক করে নবম শ্রেণির শিক্ষার্থী দল। প্রতিযোগিতায় বিপক্ষ দল বিজয়ী হয়।
বিচারক প্যানেলে ছিলেন সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম, মীর হোসেন, ফয়জুন্নেসা খানম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মজুমদার, সিনিয়র শিক্ষক আবুল কাশেম বিএসসি, আসলাম মিয়া, সহকারী শিক্ষক ফখরুল ইসলাম, মহিন উদ্দিনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল