বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর বান্দরবান পার্বত্য জেলায় ৫৪ হাজার জনকে গণটিকা কর্মসূচির আওতায় সিনোফার্মের ভ্যাকসিন দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবান পৌরসভার ৪ নং ওয়ার্ডের সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত থেকে গণটিকা কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আকতার এবং সিভিল সার্জন ডা. অংসুইপ্রু উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন জানান, স্বাভাবিক টিকা কেন্দ্রগুলোর বাইরে জেলার ৩৩ টি ইউনিয়নে ৯৯টি বুথ এবং বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৮টি বুথ স্থাপন করে গণটিকা কার্যক্রম চালানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        