ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জের জাগীর এলাকায় প্রাইভেট কার চাপায় নাজমা বেগম (৫০) নামে এক নারী শ্রমিক মারা গেছেন। নাজমা বেগম মানিকগঞ্জ পৌরসভার খিলিন্ডা গ্রামের সাইদুর রহমানের স্ত্রী।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুল ইসলাম জানান, বুধবার বিকেলে কাজ শেষ করে ঢাকা আরিচা মহাসড়কের পাশ দিয়ে হেটে বাড়ি ফিরছিলেন নামজা ও নার্সিগ বেগম। জাগীর এলাকায় পৌছালে মানিকগঞ্জগামী একটি প্রাইভেট কার পিছন থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নাজমা বেগম নিহত হয় এবং নার্সিগ বেগম গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত নার্সিগকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। প্রাইভেট কারটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার