মানিকগঞ্জে মাহ্বুবুর রশিদ মিঠু স্মৃতি দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ শুরু হয়েছে। গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এই লীগের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. নাসির উদ্দিন মল্লিক।
এসময় মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মো. ইস্রাফিল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, পৃষ্ঠপোষক জামিলুর রশিদ খান, রতন মজুমদার, বশীর রেজা, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, আবুল বাশার সবুজ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় সিংগাইর উপজেলার নিউ স্টার এবং মানিকগঞ্জ পৌরসভার সেবা স্পোটিং ক্লাব অংশ নেয়। খেলাটিতে নির্ধারিত সময় গোল শূন্য থাকায় উভয় দল এক পয়েন্ট করে অর্জন করতে সক্ষম হয়। এই লীগে জেলার মোট ১৩টি ফুটবল দল অংশ নিচ্ছে। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মানিকগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন এই লীগের আয়োজন করছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত