হঠাৎ করেই নাটোরের অভ্যন্তরীণ যাত্রীবাহী বাস চলাচল বন্ধ-দুর্ভোগে যাত্রীরা। আজ সকাল থেকে নাটোর জেলার বাস মিনিবাস মালিক সমিতির মালিকানাধীন দূরপাল্লা এবং অভ্যন্তরীণ কোন রুটে বাস চালাচ্ছেন না তারা। তবে ঢাকার উদ্দেশ্যে সকল যাত্রীবাহী বাস ছেড়ে গেছে এবং ঢাকা থেকে রাজশাহী রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো ঘোষণা ছাড়াই এভাবে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেয়ায় দুর্ভোগে পড়েছেন প্রতিদিনের অফিসগামী যাত্রীরা। প্রতিদিনের মত তারা বাড়ি থেকে বের হয়ে এসে বাস চলাচল বন্ধ দেখে হতাশ হয়ে পড়েন।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত কয়েকদিন ধরেই সিংড়া বাস মালিক সমিতির সঙ্গে ঝামেলা চলছে নাটোর বাস মিনিবাস মালিক সমিতির। আমরা উভয় পক্ষকে ডেকে দ্রুত সমস্যার সমাধান করব।
বিডি প্রতিদিন/আল আমীন