শেরপুরের ঝিনাইগাতীতে আটশ কেজি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি আইন ভঙ্গ করে পলিথিন রাখার দায়ে মো. জুয়েল মিয়া (৩০ )নামে এক পলিথিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জুয়েল মিয়া উপজেলার কাংশা ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের হৈবর আলীর ছেলে।
সূত্র জানায়, আজ ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়নাল আবেদীন বিষ্ণপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদন্ডাদেশ প্রদান করেন। জুয়েল মিয়া দীর্ঘদিন থেকে নিষিদ্ধ পলিথিন ব্যবসা চালিয়ে আসছিল। শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়েলের বাড়ি থেকে নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। অভিযানের সময় শেরপুরের পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায়, ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক এস আই মাসুদ রানা উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশিÍত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন বলেন, ভবিষ্যতে পলিথিন বিক্রি করলে কঠোর আইনের আওতায় আনা হবে এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলবে।
বিডি প্রতিদিন/আল আমীন