চালক রাজু শেখকে (২২) হত্যার পর ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রাজু খুলনার রূপসা উপজেলার মহিষাঘুণী এলাকার ইসলাম শেখের ছেলে।
রবিবার সন্ধ্যার দিকে নড়াইল জেলার নড়াগাতির একটি বিলের মধ্যে তার মরদেহ মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রুখসানা খাতুন বলেন, চালক রাজুর গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে হত্যা করে ইজিবাইক ছিনতাই করা হয়েছে। রাজু নিখোঁজের পর রূপসা থানায় একটি জিডি করেছে তার পরিবার। আমাদের থানা এলাকায় যেহেতু মরদেহ পাওয়া গেছে তাই এখানে প্রাথমিক আইনি যেসব ব্যবস্থা রয়েছে তাই করা হবে। নড়াইলে ময়নাতদন্ত করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন