রাজবাড়ীর সদর উপজেলার বিআরডিবি’র পিআরডিপি প্রকল্পের আওতায় রাস্তা উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকেলে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে বিলপাড়া জামে মসজিদ হতে নূরানী হাফেজিয়া মাদ্রাসা পর্যন্ত প্রায় চার’শ ফুট ইটের রাস্তা উদ্বোধন করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।
এ সময় বিআরডিবির রাজবাড়ীর জেলার উপ-পরিচালক মোহা. দেলোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মো. সায়েফ, উপজেলা পল্লী উন্নয়নকর্মকর্তা মো. হাবিবুর রহমান, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হাসান প্রমুখ।
রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, সরকার ও জনগণের অংশগ্রহণে নির্মিত এসব রাস্তা করলে অনেক সমাজের লোক উপকৃত হবে। সরকারের টাকা পাশাপাশি জনগণের টাকা দিয়ে এই কাজ করা হয় বলে জনগণের দায়িত্বশীলতা বেশি থাকে। এই ধরনের রাস্তা দীর্ঘদিন স্থায়ী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার