জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশসেরা বিয়াঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করায় ইউপি চেয়ারম্যান প্রভাষক মো. মোজাম্মেল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নয়াবাজার বিশ্বরোডে বিয়াঘাট ইউনিয়নের সর্বস্তরের মানুষরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন।
প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে আনন্দ র্যালি নয়াবাজার বিশ্বরোড দিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক হয়ে বিয়াঘাট ইউনিয়নে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন চলনবিল কারিগরি কমার্স কলেজের প্রভাষক নুর হোসাইন।
উল্লেখ্য, বুধবার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে স্থানীয় সরকার মন্ত্রী ওই সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হককে।
বিডি প্রতিদিন/এমআই