সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুরে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় ধর্ষণ চেষ্টা মামলা দিয়ে এক ছাত্রলীগ নেতাকে ফাঁসানোর অভিযোগ ওঠেছে মাদক ব্যবসায়ী শাহাদত হোসেন ও সুমনের বিরুদ্ধে। হয়রানির শিকার পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ শেখ মিথ্যা ধর্ষন মামলা থেকে অব্যাহতিসহ প্রকৃত ঘটনা উদঘাটনপূর্বক দোষী মাদক ব্যবসায়ীর শাস্তি দাবি করেছেন।
জানা যায়, দীর্ঘদিন যাবত জানপুর এলাকার মৃত শহিদ শেখের ছেলে শাহাদত হোসেন (৩০) ও ছাত্রলীগ নেতা মালেক হত্যা মামলার আসামী মৃত দবির শেখের ছেলে সুমন (৩৪) এলাকায় মাদক ব্যবসা করছিল। চলতি বছরের ৪ জুলাই চাপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ৬৩৫ ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী শাহাদতসহ ৩ জনকে আটক হয়। তারপরেও তারা এলাকায় ব্যবসা পরিচালনা করছিল। এ অবস্থায় ছাত্রলীগ নেতা আকাশসহ কতিপয় যুবক মাদক ব্যবসায় তাদের বাঁধা প্রদান করেন। এতে ক্ষুব্ধ হয়ে গত ২০ সেপ্টেম্বর মাদক ব্যবসায়ী শাহাদত হোসেন তার স্ত্রীকে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা দাবি করে সদর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।
পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ শেখ জানান, জানপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহাদত ও তার সহযোগী ছাত্রলীগ নেতা মালেক হত্যা মামলার আসামি সুমন। তারা দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করায় উঠতি বয়সী যুবকেরা দিনদিনই ধ্বংস হয়ে যাচ্ছিল। তাদের মাদক ব্যবসা যেন কোনভাবেই থামানো যাচ্ছিল না। তাদের বিরুদ্ধে এলাকার যুব সমাজকে নিয়ে সোচ্চার থাকায় শাহাদত হোসেন নিজের স্ত্রীকে দিয়ে মিথ্যা ধর্ষণ চেষ্টা উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে। যা সম্পূর্ন ভিত্তিহীন। সরেজমিনে তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল আলিম জানান, মামলাটির তদন্ত চলছে। তদন্তে শেষে প্রকৃত ঘটনা উদঘাটন হবে।
বিডি প্রতিদিন/হিমেল