গাজীপুরের কালিয়াকৈরে আশাপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনকে পিটিয়ে আহত করেছে। পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আশাপুর এলাকার বীর মুক্তিযুদ্ধা আলী হোসেনের সাথে একই এলাকার আবদুর রহমান গংদের দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছে।
এরই জেরে শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা আলী হোসেনের বসতবাড়ির দক্ষিণ পাশে ঘর তৈরি করছিল এমন সময় আব্দুর রহমান, আবুল কাশেম, ইমরান হোসেন রুবেল হোসেনসহ কয়েকজন লাঠি, লোহার রড দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই জমিতে প্রবেশ করিয়ে কাজ বন্ধ করে দেয়। এ সময় বীর মুক্তিযুদ্ধা আলী হোসেন ও তার স্ত্রী সেলিনা আক্তার বাধা প্রদান করলে তাকে এলোপাতি ভাবে মারপিট করে। তার ডাক চিৎকার আশেপাশের লোকজন এগিয়ে আসলে তাকে খুন জখম করিয়া চলিয়া যায়। তাদের দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে । এ ঘটনায় থানায় বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
কালিয়াকৈর থানার এএসআই আনোয়ারুল সাদাত জানান, ঘটনাটি শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তাদের পারিবারিক বিষয়ে উভয় পক্ষকে ডাকা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন