নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি ঘাট এলাকায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। মুজিব জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন গড়মাটি এইচ পি ফাউন্ডেশনের উদ্যোগে খলিসাডাঙ্গা নদীতে আজ শনিবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় পাবনার চাটমোহরের কাটাখালির নৌকা জনতা এক্সপ্রেস প্রথম, বড়াইগ্রামের সাতইল গ্রামের নৌকা সোনারতরি দ্বিতীয় এবং কাটাখালি গ্রামের নিউ স্বাধীনবাংলা তৃতীয় স্থান অধিকার করেছে।
এতে ফাউন্ডেশনের সভাপতি সোহাগ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম খান বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতালেব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শামসুর রহমান শাহীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানিক রায়হান, ছাত্রলীগ নেতা সুমন আহম্মেদ ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হালিম হোসেন উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, খলিসাডাঙ্গা নদীর গড়মাটি ঘাট থেকে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট ৬টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিটি নৌকায় ৩০-৩৫ জন করে মাল্লা ছিলেন। নৌকাগুলোর শৃঙ্খলা রক্ষায় নদীর মাঝ বরাবর বাঁশ পুঁতে মোটা সুতায় রঙিন বেলুন বেঁধে টাঙিয়ে দেয়া হয়। এ কারণে বাইচের নৌকাগুলো চলাচল করেছে সুশৃঙ্খলভাবে।
নদীর পার জুড়ে নানা রকম পসরা সাজিয়ে বসেছিলেন দোকানিরা। বিলুপ্তপ্রায় এ নৌকা বাইচ উপভোগ করতে বড়াইগ্রাম, গুরুদাসপুর ও পাশের চাটমোহর উপজেলার কমপক্ষে ১৫ হাজার মানুষ জড়ো হয়েছিল।
বিডি প্রতিদিন / অন্তরা কবির