বগুড়ার মাটিডালিতে গত সপ্তাহের শুক্রবারে উদ্বোধন হওয়া সুন্নতী জামে মসজিদে প্রতিদিন সমাগম ঘটছে ধর্মপ্রাণ মুসল্লীদের। যা আরো বেশি পরিলক্ষিত হয় গতকাল শুক্রবারের জুম্মার নামাজে। এদিকে নতুন উদ্বোধন হওয়া এই মসজিদে মুসল্লিদের ভিড়ে এলাকাবাসীও অত্যন্ত উৎফুল্ল ও আনন্দিত।
জানা যায়, গত ১ অক্টোবর শুক্রবার মাটিডালি এলাকার হাজারো ধর্মপ্রাণ মুসল্লির নামাজ আদায়ের লক্ষ্যে এসওএস হারম্যান মেইনার স্কুলের পাশে স্থাপিত এই মসজিদের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগেরর সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। উদ্বোধনের পর হতেই মসজিদে প্রাণচঞ্চলভাবে মুসল্লীদের ভিড় প্রসঙ্গে প্রতিষ্ঠাতা ইমাম এমএমডি. আশরাফ আলীমুল্লহ্ সিদ্দীকী জানান, বগুড়ার মাটিডালীর এই নতুন জায়াগায় পর্যায়ক্রমে সিদ্দীক্বিয়া সুন্নিয়া মাদ্রাসা, এতিম খানা ও মসজিদের জন্য বহুতল ভবন নির্মাণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল