ফরিদপুরের চরভদ্রাসনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১ ও সিপিপির ৫০ বছর পূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টার দিকে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
র্যালিটি উপজেলা পরিষদ হতে বের হয়ে সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার আগের স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল মোহান্মদ বাহউদ্দীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রুহুল আমীন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু।
বিডি প্রতিদিন/এমআই