আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিবি’র ৫০ বছর উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান, উম্মে হালিমা, প্লান্ট অ্যান্ড অডিড অফিসার নাশিদ আকবার ও কাওসার হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে মুজিববর্ষে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অনুষ্ঠিত দুর্যোগ ও দুর্যোগ বিষয়ক কুইজ এবং মুজিববর্ষের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিন বিভাগের মোট ২১ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই