কিশোরগঞ্জ শহরের বত্রিশ জেলা স্মরণী এলাকায় দু'পক্ষের সংঘর্ষে চারজন আহত ও দু'টি দোকান ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর ঘটনাটি ঘটে। পুলিশ এ ঘটনায় নূর লস্কর নামে একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, শহরের আখড়া বাজার এলাকার নূর লস্করের সাথে বত্রিশ এলাকার সোলায়মানসহ কয়েকজনের বিরোধ ছিল। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যার পর নূর লস্কর ও তার লোকজন বত্রিশ জেলা স্মরণী এলাকায় গিয়ে দু'টি দোকান ভাঙচুর করে। এ সময় সংঘর্ষে চারজন আহত হয়। আহতদের মধ্যে রিপন নামে একজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে নূর লস্করকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ