১৬ অক্টোবর, ২০২১ ১২:১৪

ফুলপুরে বিশ্ব খাদ্য দিবসে বর্ণাঢ্য র‍্যালি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে বিশ্ব খাদ্য দিবসে বর্ণাঢ্য র‍্যালি

ময়মনসিংহের ফুলপুরে বিশ্ব খাদ্য দিবস ২০২১ পালন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র‍্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর 'আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন' প্রতিপাদ্য বিষয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আলমামুন, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও ফুলপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ। 

বক্তব্যে উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আলমামুন বলেন, বাংলাদেশ খাদ্যশস্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছে। সরকার এখন পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। কৃষি অফিস সূত্রে জানা যায়, ফুলপুর উপজেলায় চাষযোগ্য অনাবাদি জমি ২৯৯ হেক্টর ও মৌসুমি পতিত জমির পরিমাণ ৫০০ হেক্টর। 

এক প্রশ্নের উত্তরে কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, টেকসই কৃষির অভীষ্ট লক্ষ্য পূরণের জন্যে ২০৩০ সালের মধ্যে আমাদের খাদ্য উৎপাদন দিগুণ করতে হবে। আর তা করতে হলে কোন জমি পতিত রাখা যাবে না। পতিত জমিগুলো আবাদের আওতায় নিয়ে আসতে হবে। 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার কৃষি বিভাগের সাফল্য তুলে ধরেন ও ভবিষ্যত বাংলাদেশের জন্য শস্যের নিবিড়তা বাড়াতে উপস্থিত কৃষকদের উৎসাহিত করেন। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর