১৬ অক্টোবর, ২০২১ ১৫:৫২

ধুনটে চেক জালিয়াতির মামলায় পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

ধুনটে চেক জালিয়াতির মামলায় পলাতক আসামি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় চেক জালিয়াতির মামলায় ২ বছর এক মাসের সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামি বাবু মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বাবু মিয়া উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বড়বিলা গ্রামের আলা উদ্দিনের ছেলে।  

শনিবার দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার বিকেলের দিকে অভিযান চালিয়ে হরিনাথপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

থানা সূত্রে জানা যায়, চেক জালিয়াতির অভিযোগে বাবু মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালে বগুড়া আদালতে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় ১৬ মার্চ বাবু মিয়ার বিরুদ্ধে ২ বছর এক মাসের সাজার আদেশ দেন আদালতের বিচারক। এই আদেশ জানার পর পলাতক ছিল বাবু মিয়া। তখন আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। শুক্রবার বাড়ি ফেরার পথে হরিনাথপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।   

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক জানান, আসামি বাবু মিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। 

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর