মাগুরা সদরের জগদলে ৪ খুনের ঘটনায় গোটা এলাকা জুড়ে চলছে আতঙ্ক। পুনরায় সংঘর্ষ ও লুটপাটের ভয়ে দুই পক্ষের লোকজন মালামাল নিয়ে গ্রাম ছাড়ছেন। গোটা গ্রাম হয়ে পড়েছে পুরুষ শূন্য। যদিও মাগুরা পুলিশের সদস্যরা গোটা গ্রামে একাধিক স্থানে পাহারার ব্যবস্থা করে নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছেন। কিন্তু গ্রামবাসি যে যেভাবে পারছে পালাচ্ছে।
গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) বিকালে জগদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থী নজরুল ইসলাম ও সৈয়দ হাসানের সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষে ৪ জন নিহত হয়। আজ শনিবার সকালে গোটা গ্রাম ঘুরে দেখা গেছে কঠোর পুলিশ প্রহরার মধ্যে যে যেভাবে পারছেন বাড়ির মালামাল নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন।
বিশেষ করে নজরুল ইসলাম সমর্থকদের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক কাজ করছে। কারণ নজরুল ইসলামের সমর্থকদের হামলায় আপন দুই সহদর সবুর মোল্যা (৫৮) ও কবির মোল্যা (৫০) এবং তাদের চাচাতো ভাই রহমান মোল্যা (৫৪) নিহত হন। একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় পরবর্তীতে সৈয়দ হাসানের সমর্থকরা নজরুল গ্রুপের ইমরান হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে। এ কারণে এলাকায় পুরুষ শূণ্য হওয়ার পাশাপাশি মালামাল অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে।
নিহত সবুরের ভাতিজা ইয়াসিন আরাফাত জানান, গতকাল শুক্রবার নজরুল মেম্বার আমার তিন চাচাকে ডেকে নিয়ে হত্যা করেছে। আমি হত্যাকারিদের ফাঁসি চাই।
নিহত ইমরানের চাচী গোলাপী বেগম জানান, সবুর মোল্যাসহ ৩ জন খুন হওয়ার আগেই ইমরানকে হত্যা করা হয়েছে। বিকালে সে তার মাছের ঘেরে ছিল। সেখানে তাকে হত্যা করা হয়। পরিবারের পক্ষ থেকে আমার ভাতিজা খুনের সঠিক বিচার চাই।
জগদল মধ্য পাড়ার নুরু মিয়াসহ অন্যরা জানান, এলাকায় আতঙ্ক বিরাজ করছে। যে কোনও সময় মালামাল লুটপাট ও বাড়িঘর ভাংচুর হতে পারে। পূর্ব অভিজ্ঞতা থেকে দেখেছি এ ধরনের কোনও ঘটনা ঘটলে লুটপাট ও ভাঙচুর হয়। এ কারণে ঘরে যা কিছু আছে তা আত্মীয় বাড়ি রাখতে নিয়ে যাচ্ছি।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম জানান, এ হত্যার ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নিহতদের সুরতহাল রিপোর্ট শেষ হলেই তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। লুটপাটের ভয়ে যারা মালামাল নিয়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে অভয় দেয়ার পাশাপাশি এলাকায় নতুন কোনও প্রকার সহিংসতা না ঘটে এজন্য বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত