আড়াই বছর পর আজ শনিবার শেরপুর জেলা বিএনপির উদ্যোগে বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় শেরপুরের তৃণমূল নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে আন্দোলনের দাবি জানিয়েছে। নেতাকর্মীদের দাবি সরকার বিএনপির নেতাকর্মীদের এখন দেশের চতুর্থ শ্রেণীর নাগরিক বানিয়ে ফেলেছে। নেতাকর্মীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই অবস্থায় সরকার পতনে কঠিন আন্দোলনের কোন বিকল্প নেই বলে দাবি তৃণমূলের। আন্দোলনের অংশ হিসেবে গণতান্ত্রি ভাবে বিভিন্ন কমিটি করার উপর গুরুত্ব দেওয়া হয়। যাদের মাধ্যমে আন্দোলন হবে না তাদের নেতৃত্ব থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছে। ভেদাভেদ নয় ঐক্যবদ্ধ আন্দোলনে সবাইকে প্রস্তত থাকার আহবান জানিয়েছেন বর্ধিত সভার নেতারা।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগীয়) ইমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপিকে আরো শক্তিশালী করতে দলের পুনর্গঠন এখনই প্রয়োজন। প্রিন্স শেরপুরে জেলা বিএনপির বর্ধিত সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন।
জেলা বিএনপির সভাপতি ও বর্ধিত সভার সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের বাসায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন ও মো. শরিফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী বিএনপি নেতা এডভোকেট সিরাজুল ইসলাম, আব্দুল আউয়াল চৌধুরী, এড আব্দুল মান্নান, মামুনুর রশিদ পলাশ, মো. আতাহার আলী, এডভোকেট মুরাদুজ্জামান, আ. লতিফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল সভাপতি, বিএনপি নেতা আবু রায়হান রুপম ।
বিডি প্রতিদিন/আল আমীন