ঠাকুরগাঁওয়ে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন জেলা কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রয়েল বড়ুয়া। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের রিভার ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটলে তাৎক্ষনিক রিয়াজ (১৮) নামের এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। পরে আজ শনিবার সকালে উৎসব সিং (২১) নামে আরেক যুবককে গ্রেফতার করে পুলিশ। তাদের উভয়ের বাড়ি পৌর শহরের বাজারপাড়া মহল্লায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি নিয়ে বাজার পাড়া মহল্লা ও আশ্রমপাড়া মহল্লার কিশোর গ্যাংয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল শুক্রবার রাতে রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে কিশোর গ্যাংয়ের ২ পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরে মারপিট শুরু হলে রয়েল বড়ুয়া তাদের থামাতে গেলে ছুরিকাঘাতে আহত হন। প্রথমে তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে রংপুরে রেফার্ড করা হয়।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক শাহরিয়ার সুজন জানান, বুকের নিচে বাম পাশে আঘাত লেগেছে রয়েলের। এতে অনেক রক্তক্ষরণ হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রংপুর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান, রাতে শহরের আশ্রম পাড়া ও বাজার পাড়ার কিশোরদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় রিয়াজকে তাৎক্ষনিকভাবে গ্রেফতার করা হয়। পরে শনিবার বাজার পাড়া মহল্লার উৎসব সিং নামে আরও এক যুবককে গ্রেফতার করা হয়। তদন্ত চলছে। পরবর্তীতে এর সাথে জড়িত বাকিদের আইনের আওতায় আনা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত