ময়মনসিংহের ফুলপুরে নারী ও শিশুদের জন্যে এই প্রথম পৃথকভাবে অভিজাত পোশাকের ফ্যাশন হাউজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকাল সাড়ে তিনটায় ফুলপুর পৌর শহরের ছনকান্দা সবুজ মেলা খেলার মাঠ সংলগ্ন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেলের বাসভবনের বিপরীতে একটি বহুতল ভবনের নিচ তলায় তিনজন নারীর উদ্যোগে ওই ফ্যাশন হাউজের শুভ উদ্বোধন করা হয়।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সহধর্মিনী সম্পা রানী ঘোষ প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন। তিন নারী উদ্যোক্তা ঠিকাদার ফয়জুল করিম কিসলুর স্ত্রী শরমিন করিম, সাবেক অগ্রণী ব্যাংক কর্মকর্তা আব্দুস সামাদের স্ত্রী মাহবুবা খাতুন স্বপ্না ও সোহেল করিমের স্ত্রী সোনিয়া তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেলের সহধর্মিনী ইডেন কলেজের সাবেক ছাত্রী কিশোরগঞ্জ আইয়ুব হেনা টেকনিকেল কলেজের প্রভাষক রাবেয়া করিম রাসেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, ফুলপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নাহিদ নিগার সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌলী দারুস সালাম, সিনিয়র সাংবাদিক নাজিম উদ্দিন, মোস্তফা খান, শাহ নাফিউল্লাহ সৈকত, এম এ মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন