ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে এক যুবক। এ ঘটনায় আহত হয়েছে আরেক তরুণ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা পৌরসভার কাফুরিয়া সদরদী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যু হওয়া ওই যুবকের নাম ইস্রাফিল শেখ (২৬)। তিনি উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের সাদেক শেখের ছেলে।
আহত হয়েছে সজীব মুন্সী (২৫)। তিনি উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়নের ধর্মদী গ্রামের শামসুল হক মুন্সীর ছেলে।
কাফুরীয়া সদরদী মহল্লার বাসিন্দারা জানায়, ওই দুই তরুণ ইন্টারনেট সংযোগপ্রদানকারী একটি প্রতিষ্ঠানে কাজ করেন। কাফুরিয়া সদরদী এলাকায় বিদ্যুৎ লাইনের খাম্বার সাথে ইন্টারনেটের তার টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন আহত হন। এলাকাবাসী আহত ওই দুই তরুণকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. মইনদ্দীন সেতু বলেন, এ স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই ইস্রাফিলের মৃত্যু হয়েছে। সজীবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ভাঙ্গা বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী কে এম ফরিদুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু ও এক তরুণ আহত হয়েছে বলে তিনি শুনেছেন।
বিডি প্রতিদিন/আল আমীন