নারায়ণগঞ্জ সদরে বুড়িগঙ্গা নদীতে এক বাল্কহেড থেকে আরেক বাল্কহেডে লাফিয়ে যাওয়ার সময় পানিতে পড়ে আতিফ আফনান (১২) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে ফতুল্লার ধর্মগঞ্জ শাহিন কোলেষ্টর ঘাটে এ ঘটনা ঘটে। দুপুর ১২টা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে সন্ধান চালাচ্ছে।
নিখোঁজ ছাত্র আতিফ আফনান (১২) লক্ষীপুর জেলার দোলাকান্দী মাওলানা বাড়ীর শাহাদাত হোসেনের ছেলে। সে বাবা মায়ের সঙ্গে ফতুল্লার হরিহরপাড়া আমতলা এলাকায় বসবাস করেন এবং ধর্মগঞ্জ ইসলামীয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র। খবর পেয়ে মাদ্রাসার ছাত্র শিক্ষকসহ এলাকাবাসী নদীর তীরে ভিড় জমিয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। চেষ্টা চলছে ছাত্রটিকে উদ্ধারের।
বিডি প্রতিদিন/এএম