১৬ অক্টোবর, ২০২১ ২১:৩৩

বিশ্বনাথে বিশ্ব খাদ্য দিবস পালিত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

বিশ্বনাথে বিশ্ব খাদ্য দিবস পালিত

‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সিলেটের বিশ্বনাথে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, সবজি বীজ ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে র‌্যালি শেষে উপজেলা বিআরডিবি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এতে সভাপতিত্ব করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুজ্জামান। কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুনু মিয়া। সভায় কৃষিতে সাফল্য সরকারের ভূমিকা ও ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় উপজেলার ৮ ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও প্রায় ৩৫ জন কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত কৃষকদের মধ্যে সবজি বীজ ও গাছের চারা তুলে দেন অতিথিরা। পরে দিবসটিকে আরও তাৎপর্যপূর্ণ করতে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় প্রদর্শনী প্রাপ্ত কৃষকদের ও
আশ্রয়ণ প্রকল্পের আওতায় পুনর্বাসিত ২৮টি সুবিধাভোগী পরিবারের মাঝেও সবজি বীজ ও ফলের চারা বিতরণ করা হয়।

বিডি প্রতিদিন/আল আমীন

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর