বরিশালের গৌরনদীতে এক বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিশুর খালা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামি গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতারকৃত সিদ্দিক সরদার (৬০) ওই গ্রামের মৃত আ. গনি সরদারের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী থানার এসআই মো. নাসির উদ্দিন জানান, বাকপ্রতিবন্ধী ওই শিশু কন্যা (১১) একই উপজেলার বাটাজোর ইউনিয়নের দক্ষিণ পশ্চিমপাড়া গ্রামে খালা বাড়ি বসবাস করে। গত শুক্রবার বিকেলে বাড়িতে ওই শিশুকে ধর্ষণ করে তার দাদা সিদ্দিক সরদার। প্রতিবেশি এক নারী ঘটনাটি দেখে ডাকচিৎকার দেয়। এ সময় সিদ্দিক সরদার পালিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির খালা গত শনিবার রাতে অভিযুক্ত সিদ্দিককে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ সিদ্দিককে গ্রেফতার করে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
বিডি প্রতিদিন/এএম