২১ অক্টোবর, ২০২১ ১৮:২৬

লক্ষ্মীপুরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে লক্ষ্মীপুরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সদর মডেল থানার আয়োজনে শহরের বিভিন্ন মসজিদের খতিব ও মন্দির কমটির নেতাদের নিয়ে থানা প্রাঙ্গণে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিমতানুর রহমান, প্রফেসর মাঈন উদ্দিন পাঠান, সদর থানার ওসি জসীম উদ্দিন, সোনা মিয়া ঈদগাহ জামে মসজিদের খতিব মাওলানা মো. আজিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা, গুজব রটিয়ে অন্য ধর্মের মানুষের জানমালের ক্ষতি না করাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন।

সম্প্রীতি সমাবেশে আরও উপস্থিত ছিলেন চকবাজার জামে মসজিদের খতিব মাওলানা হারুনুর রশিদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি শঙ্কর মজুমদার, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট রতন লাল ভৌমিক প্রমুখ।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর