২২ অক্টোবর, ২০২১ ১২:৪৭

অপহরণের একদিন পর অপহৃত রোহিঙ্গা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

অপহরণের একদিন পর অপহৃত রোহিঙ্গা উদ্ধার

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে অপহরণের একদিন পর অপহৃত রোহিঙ্গা মো. দুদু মিয়াকে উদ্ধার করেছে (এপিবিএন) পুলিশ সদস্যরা। এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।

তিনি বলেন, গত বুধবার বিকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ক্যাম্পের ব্লক বি এর বাসিন্দা রোহিঙ্গা মো. দুদু মিয়াকে ক্যাম্প এলাকা থেকে অজ্ঞাতনামা ৬ থেকে ৭জন দুস্কৃতকারী অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। বিষয়টি তার স্বজনেরা এপিবিএন পুলিশকে অবহিত করে। ঘটনার পর থেকে নয়াপাড়া ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন। 

তিনি আরও জানান, অভিযানের একপর্যায়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পের এক্সোনাইড অফিসের পশ্চিম পাশে পাহাড়ের গুনা নামকস্থান থেকে অপহৃতকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভিকটিম নয়াপাড়া আইপিডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর