২২ অক্টোবর, ২০২১ ১৬:০৪

'বিদ্রোহী প্রার্থী হলেই আওয়ামী লীগের দরজা বন্ধ'

জামালপুর প্রতিনিধি:

'বিদ্রোহী প্রার্থী হলেই আওয়ামী লীগের দরজা বন্ধ'

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদেরকে দলীয় মনোনয়নের মাধ্যমে নৌকার প্রতীক দিয়েছেন, সেইসব প্রার্থীদের নির্বাচনে জয়ী করতে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যদি দলের কেউ নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়, তাহলে সে দলের যতো বড় নেতাই হোক না কেন, আজীবনের জন্য আওয়ামী লীগের রাজনীতির দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে। 

শুক্রবার দুপুরে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম আরও বলেন, শুধু বিদ্রোহী প্রার্থই নয়, যারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করবেন তাদের জন্যও আওয়ামী লীগের দরজা বন্ধ হয়ে যাবে।তাই দলের বিরুদ্ধে প্রার্থী হওয়ার আগে ভবিষ্যতের কথা চিন্তা করে বিদ্রোহী হতে হবে। এ ব্যাপারে কাউকেই ছাড় দেওয়া হবে না।
 
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা মির্জা সাখাওয়াতুল আলম মনি, জিএস মিজান, সালেহ শফিক গেন্দা, বিজন কুমার চন্দ, ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর