রংপুরের পীরগঞ্জে ফেসবুকে ধর্মীয় অবমাননা করে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে তাণ্ডবের ঘটনায় আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা হল ৫৮ জনে। এর মধ্যে ঘটনার দিন সনাতনধর্মী একজনের বাড়ি থেকে ছাগল লুট করে নেওয়ার অভিযোগ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এক আসামি।
পীরগঞ্জ থানার ওসি সরেষ চন্দ্র জানান, সহিংসতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মোট ৫টি মামলা করা হয়েছে। এপর্যন্ত ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৩৭ জনকে ৩ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া আসামি আব্দুর রাজ্জাক ঘটনার দিন সনাতনধর্মী একজনের বাড়ি থেকে ছাগল নিয়ে গিয়েছিলেন। আব্দুর রাজ্জাক রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত- ২এ ১৬৪ ধারায় জবান বন্দি দিয়েছেন বলে জানান ওসি।
যাদের রিমান্ডে নেওয়া হয়েছে তাদের অনেকের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এসব এখন প্রকাশ করা যাচ্ছে না বলে পুলিশ জানায়।
বিডি প্রতিদিন/হিমেল