২৮ অক্টোবর, ২০২১ ১৯:৫৬

জালে নয়, পলিথিনে আটকা পড়লো দুই কেজি ওজনের মাছ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি


জালে নয়, পলিথিনে আটকা পড়লো দুই কেজি ওজনের মাছ

জেলেদের জালে নয়, এবার পলিথিনেই আটকা পড়েছে প্রায় দুই কেজি ওজনের একটি খরসুল মাছ। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পটুয়াখালীর কলাপাড়ার উপজেলার আন্দারমানিক নদীতে। পলিথিনে আটকা পড়া মাছটি নদী থেকে মো. সাইদুর নামের এক লঞ্চ শ্রমিক উদ্ধার করে তীরে নিয়ে আসে। এ মাছটি এক নজর দেখতে উৎসুক মানুষ পৌর শহরের লঞ্চ ঘাটের পন্টুনে ভিড় জমায়।   

লঞ্চ শ্রমিক মো. সাইদুর বলেন, হঠাৎ করে চোখ পড়ে নদীর মধ্যে একাট মাছ লেজ লাড়াচ্ছে এবং পলিথিন থেকে বের হওয়ার চেষ্টা চালাচ্ছে। সাথে সাথে নদীতে নেমে মাছটি উদ্ধার করে তীরে নিয়ে আসি। লঞ্চের অপর এক শ্রমিক মো. জাকির চুকানী বলেন, মাছটি দুপুরে রান্না করে স্টাফরা মিলে খেয়ে ফেলেছি।

কলাপাড়া লঞ্চ ঘাটের ইজারাদার মো.নূরজ্জামান বলেন, নদীতে সাদা পলিথিনে এ খরসুল মাছ আটকা পড়ে ভাসছিল। ঘাটে বাঁধা লঞ্চের স্টাফ এ মাছটি নদীতে ভাসতে দেখতে পায়। প্রায় দুই কেজি ওজনের এ মাছটি পলিথিনের মধ্যে আটকা পড়েছিলো বলে তিনি জানিয়েছেন।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর