মাগুরা মসলা গবেষণা কেন্দ্র মসলা জাতীয় ফসল বারি হলুদ চাষের উপর গতকাল বৃহস্পতিবার মাঠ দিবস করেছে। মাগুরা সদর উপজেলার সাজিয়াড়া মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাগুরা মসলা গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসলা গবেষণা ইনস্টিটিউট শিবগঞ্জ বগুড়ার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ হামীম রেজা। বিশেষ অতিথি ছিলেন মাগুরা মসলা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, স্থানীয় কৃষক শহিদুল ইসলাম টোকন, সাজ্জাদুল ইসলাম বিপু, শাহাদ আলী বিশ্বাস।
অতিথিরা জানান, নুতন নতুন হলুদের জাত উদ্ভাবন ও সেগুলো কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষেই এই মাঠ দিবসের আয়োজন করা হয়েছে। অন্যান্য জাতের তুলনায় অগ্রবর্তী বারি এ জাতের হলুদ চাষে বিঘা প্রতি ৭০ থেকে ৮০ মণ ফলন হয়। যা অন্য জাতের থেকে প্রায় তিনগুণ বেশি। যা আমাদের দেশের মানুষের চাহিদা মিটাতে সক্ষম হবে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির