বরিশালে স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর সিটি করপোরেশনের সামনে আজ শুক্রবার সকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।
স্বাশিপ বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মামুন-অর রশিদ। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা তাদের দাবি তুলে ধরে বক্তব্য রাখেন।
সভার শেষ পর্যায়ে শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট্রের অর্থ প্রদান করেন অতিথিরা।
বিডি প্রতিদিন / অন্তরা কবির