কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানে হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়া এলাকা থেকে সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডে দণ্ডিত পরোয়ানাভুক্ত আফছার উদ্দিন (২৫) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শুক্রবার ভোরে টেকনাফ মডেল থানা পুলিশের এসআই আবু সাঈদ ও নুরে আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৫ বছরের সাজা ও অর্থদণ্ডে দণ্ডিত পরোয়ানাভুক্ত আসামি টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে আফছার উদ্দিনকে (২৫) গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট মামলায় কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির