ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলী ও বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় পৌর এলাকার দাতিয়ারায় পৃথক সড়ক দুর্ঘটনায় তারা মারা যান। পুলিশ লাশ দুটো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
নিহতরা হলেন- নেত্রকোনা জেলার কেন্দুয়ার আনজু মিয়ার ছেলে অন্তর মিয়া (১৫) ও ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রামের নাসিরপুর এলাকার কালু মিয়ার ছেলে শিহাব (১১)। নিহত অন্তর মিয়া পেশায় অটোরিকসা চালক ছিলেন। তিনি তার পরিবার পরিজন নিয়ে শহরের কলেজপাড়ায় ভাড়া থাকতেন। অপরদিকে শিশু শিহাব ভাদুঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতো।
স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকাল ৯টার সময় অন্তর মিয়া তার অটোরিকসা নিয়ে কাউতলী পৌছলে একটি বাস অটোরিকসাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। অপরদিকে বৃহস্পতিবার রাতে স্কুল শিক্ষার্থী শিহাব তার বাড়ি থেকে বিয়ের অনুষ্ঠানের সাউন্ড বক্সের সামগ্রী নিয়ে অটোরিকসা যোগে শহরের দাতিয়ারা আসার সময় দাতিয়ারা টিভি ভবনের সামনে পৌছলে অটোরিকসাটি উল্টে যায়। এতে শিহাব আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, লাশ দুটো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম